পানছড়িতে স্বাধীনতা দিবসের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

25 PIC

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচী হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার মূল পর্ব।

শিশুদের নিয়ে আয়োজিত চিত্রাংকনে প্রথম-দ্বিতীয় শ্রেণি নিয়ে ‘ক’ গ্রুপ, তৃতীয়-চতূর্থ নিয়ে ‘খ’ গ্রুপ ও পঞ্চম শ্রেণি নিয়ে ‘গ’ গ্রুপে ভাগ করা হয়। অপরদিকে কুইজ প্রতিযোগিতায় ৬ষ্ঠ-৭ম নিয়ে গ্রুপ ‘ক’ ৮ম শ্রেণি নিয়ে গ্রুপ ‘খ’ ও নবম-দশম নিয়ে ‘গ’ গ্রুপ করা হয়।

চিত্রাংকনে বিভিন্ন গ্রুপে মোনজুনি চাকমা, ওয়লেদি চাকমা ও রিমঝিম চাকমা, কুইজে অবনি ত্রিপুরা, সুরাইয়া ইয়াছমিন লিজা ও শ্রাবণী শীল পিংকি প্রথম স্থান অধিকার করে।

এ সময় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বাবুল হোসেন, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো. খলিলুর রহমান জাহিদ ও যুব উন্নয়ন ক্রেডিট সুপারভাইজার মো. গিয়াস উদ্দিন। বিজয়ীদের ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে বলে জানা যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন