পানছড়িতে সিজিএফ’র চেক হস্তান্তর

IDF PIC

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মেকিং মার্কেটস ওয়ার্ক ফর উইমেন (এমটুডব্লিউটু) স্কেল আপ প্রজেক্টের কন্টিবিউটরি গ্রুপ ফান্ড (সিজিএফ)’র চেক হস্তান্তর হয়েছে। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আয়োজনে, ডিএফআইডি সিঁড়ি’র সহযোগিতায় বুধবার দুপুর ১২টা থেকে উপজেলা অফিসার্স ক্লাবে এ চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক পিছিয়ে পড়া ১৬টি গ্রুপকে বিশ হাজার টাকার চেক তুলে দেন। পর্যায়ক্রমে ৪৩টি গ্রুপকে চলতি মাসে চেক হস্তান্তর করা হবে বলেও জানিয়ে দেয়া হয়। পানছড়ি উপজেলা টিম লিডার কর্ণজয় ত্রিপুরার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলে প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ আব্দুল মান্নান মোল্লা ও পশু সম্পদ কর্মকর্তার প্রতিনিধি বিশ্ব রবি চাকমা। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের সাফল্যসহ নানাবিধ সফলতার দিক উপস্থাপন করা হয়।

এ সময় প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ আব্দুল মান্নান মোল্লা বিভিন্ন পাড়া থেকে আগত সদস্যাদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন