পানছড়িতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত

1 May-pic111 copy

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পালিত হয়েছে মহান ‘মে দিবস’ ২০১৭। এ উপলক্ষে “শ্রমিক মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’’ প্রতিপাদ্যর ব্যানারে পানছড়ি উপজেলা প্রশাসন, উপজেলা শ্রমিক লীগ, ট্রাক্টর শ্রমিক কল্যাণ সমিতি, কাঠ লোড-আনলোড সমবায় সমিতি গ্রহণ করেছিল নানা কর্মসূচি।

সকাল আটটায় উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের নেতৃত্বে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান। এ সময় সকল বিভাগীয় প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, ২নং চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাদ চাকমা, ৩নং সদর পানছড়ি ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদুল হাই, ট্রাক্টর শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মো. বাচ্চু মিয়া, কাঠ লোড-আনলোড সমবায় সমিতির সভাপতি শাহআলম মাঝির নেতৃত্বে র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কয়েকজন শ্রমিকের গায়ে মহান মে দিবস, বিশ্ব শ্রম দিবস ইত্যাদি লেখা র‌্যালিকে আরও শোভাবর্ধন করে তোলে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন