পানছড়িতে মারমা সম্প্রদায়ের বিভিন্ন খেলার আয়োজন

স্টাফ রিপোর্টার:

মারমা সম্প্রদায় পহেলা বৈশাখ থেকেই সাংগ্রাই, আক্যে ও আতাদা নামের উৎসবে তারা মাতোয়ারা হয়ে উঠে। এ উপলক্ষে তারা নানান খেলারও আয়োজন করে থাকে। তার মাঝে গিলা খেলা, লুডু খেলা, হা-ডু-ডু, টুয়েন্টি নাইন ও মহিলা ফুটবল ছিল উল্লেখযোগ্য।

এবারের মহিলা ফুটবল ছিল প্রাণবন্ত ও মনোমুগ্ধকর। আচাই মহাজন পাড়া ও তার পাশ এলাকার মারমা সম্প্রদায়ের বিবাহিত ও অবিবাহিতদের নিয়ে আয়োজিত খেলায় দর্শক ছিল মাঠের কানায় কানায় ভরা।

শুক্রবার বিকাল ৪টা থেকে আদি ত্রিপুরা পাড়া এলাকার মাঠে টান টান উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধ শেষ হয় গোল শুণ্যভাবে। দ্বীতায়ার্ধের অবিবাহিত দল ৩-০ গোলের সহজ জয় তুলে নেয়।

অধিনায়ক উক্রই মারমা জানায়, তিনি ৫ সন্তানের জননী। আজকের খেলায় ২ মেয়েও তার প্রতিপক্ষ দলে খেলে। দলের পরাজয়ে তিনি হতাশা ব্যক্ত করেন। অপরদিকে অবিবাহিত দলের অধিনায়ক ক্রাজোই মারমা তার দলের জয়ে খুব খুশী। তার দাবী বিবাহিত দলের গোলরক্ষক অনেক মোটা। না হলে আরো বেশী গোলে জয় পেত তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন