Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

পানছড়িতে বৈশাখী পূর্ণিমা উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা

Purnia Pic copy

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

মহামানব গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজরিত বৈশাখী (বুদ্ধ) পূর্ণিমা উপলেক্ষ্যে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় এক মঙ্গল শোভাযাত্রা হয়েছে। পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ পানছড়ি উপজেলা শাখার উদ্যোগে এ শোভাযাত্রাটি মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার সংঘ মৈত্রী বৌদ্ধ বিহার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বৌদ্ধ ভিক্ষু ছাড়াও এলাকার শত শত বৌদ্ধ নর-নারী অংশ গ্রহণ করে। মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ আর মহা পরিনির্বাণ প্রাপ্তি এ তিন কারণে বৌদ্ধ ধর্ম্বাবলম্বীরা এ পূর্ণিমাকে গুরুত্ব সহকারে পালন করে থাকে। এ সময় পানছড়ি উপজেলার পার্বত্য ভিক্ষুসংঘের সভাপতি নন্দপাল মহাস্থবির বিশ্বের সকল প্রাণীর হিতসূখ ও মঙ্গল কামনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন