পানছড়িতে পুলিশের অস্ত্র হারানো ঘটনায় সন্দেহভাজন আটক-৬: শীঘ্রই অস্ত্র উদ্ধারে আশাবাদ

আটক

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দূর্গাপূজা চলাকালীন পুলিশ সদস্য নায়েক লক্ষীরাম চাকমার সাব মেশিন গান (এসএমজি) হারানোর ঘটনায় সন্দেহভাজন হিসাবে এ পর্যন্ত ছয় জনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার তারাবন ছড়া এলাকার নবীন চন্দ্র কার্বারী পাড়ার হরেন্দ্র কার্বারীর ছেলে সুসময় চাকমা (৪২), কলাবাগান এলাকার জয়রাম চাকমার ছেলে সুখময় চাকমা (৪৫), সুপারি বাগান এলাকার রাজেন্দ্র চাকমার ছেলে গনমিত্র চাকমা (১৮), শান্তিপুর এলাকার জ্ঞানময় চাকমার ছেলে জুনান চাকমা, যৌথখামার এলাকার উসাই মারমার ছেলে লাসাই মারমা (৩০) ও মানিক্য পাড়া এলাকার সাগরিকা চাকমা।

পুলিশের বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তথ্য বিশ্লেষণে পুলিশ অস্ত্র খোয়া যাওয়ার রহস্য প্রায় উদ্ধার করে ফেলেছে এবং খুব শীঘ্রই তারা অস্ত্র উদ্ধারে সক্ষম হবে বলে আশাবাদী জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। তবে কৌশলগত কারণে এখনই তারা মুখ খুলতে রাজি নন।

অস্ত্র উদ্ধারের অভিযানে সারা জেলায় জেলা পুলিশের কম্বিং অপারেশন চলছে। বিভিন্ন স্থানে ধরা পড়ছে সন্ত্রাসীরা। গ্রেফতারের ভয়ে গা ঢাকা দিয়েছে কুখ্যাত সন্ত্রাসীরাও। এতে জেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা চায় পুলিশ এমনভাবে সারাবছর তৎপর থাকলে জেলায় খুনখারাবি, চাঁদাবাজি অনেকাংশে কমতো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতো।

 

পানছড়ি থানা অফিসার ইনচার্জ আব্দুস সামাদের মোড়লের নেতৃত্বে পানছড়ির বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজনদের আটক করা হয়। জানা যায়, আসামীদের অস্ত্র হারানোর ঘটনায় সন্দেহভাজন হিসাবে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “পানছড়িতে পুলিশের অস্ত্র হারানো ঘটনায় সন্দেহভাজন আটক-৬: শীঘ্রই অস্ত্র উদ্ধারে আশাবাদ”

  1. দূর্গাপূজার সময় অস্র হারানো গেছে আর এখনো বলতেছে শীঘ্রই উদ্ধার অভিযান???? 😀

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন