পানছড়িতে ছুরিকাঘাতে গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, পানছড়ি:

জেলার পানছড়িতে ছুরিকাঘাতে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে দুইজন গুরুতর আহত হয়েছে। তারা দু’জন উপজেলার ৩নং সদর পানছড়ি ইউপির দমদম গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে আবদুল লতিফ (৬০) ও মৃত আবদুল মালেকের ছেলে মো. জাকির হোসেন (৩৮)। সম্পর্কে তারা আপন চাচা ভাতিজা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দমদম বটতলী এলাকায় জাকির হোসেনের ভাগিনা সাগরকে ভুট্টো মারধর করছে শুনে তারা দু’জন মোটর সাইকেল যোগে ঘটনাস্থলে গেলে দমদম গ্রামের আবদুস ছোবহানের ছেলে ভুট্টো (২৮) তাদের উপরও অতর্কিত হামলা চালিয়ে আবদুল লতিফের বুক-পেটে ও জাকিরের তলপেটে এলোপাতাড়ি ছুরিকাঘাতে করে।

প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে প্রথমে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো: শফিকুর রহমান তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে।

কর্তব্যরত চিকিৎসক জানায়, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাদের উন্নতর চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খবর শুনে এলাকাবাসীর পাশাপাশি ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেনও হাসপাতালে ছুটে আসে।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে এখনও কোন অভিযোগ হাতে আসেনি। অভিযোগ পেলে পুলিশ যথাযথ ব্যবস্থা নিবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন