পানছড়িতে চায়ের চুমুকে নির্বাচনী হাওয়া

ইউনিয়ন পরিষদ নির্বাচন

স্টাফ রিপোর্টার:

ইউপি নির্বাচনের আগমনী বার্তা লগ্নে জেলার পানছড়ি উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা শুরু করেছেন নড়চড়া। উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন আদাম, চা-দোকান, আড্ডা থেকে শুরু করে প্রতিটি পাড়ায় পাড়ায় এখন শুধু নির্বাচনী আলাপচারিতা। প্রার্থীরা ভোটারদের বুঝাতে চাইছেন এলাকায় কে কি করেছেন, প্রার্থী হিসাবে কতটুকু গ্রহণযোগ্য ও সুখ দু:খে কে কত বেশি সময় দিয়েছে। অপরদিকে ভোটাররা চায়ের কাপে চুমুক দিতে দিতে হিসাব কষছেন বর্তমান চেয়ারম্যানরা কতটুকু এলাকার উন্নয়ন করেছেন, কতটুকু ব্যর্থতার গ্লানি টেনেছেন বা নতুন কাকে নির্বাচিত করলে সে কি করতে পারবে ইত্যাদি।

পানছড়ি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে ৫টি ইউনিয়নে সর্বমোট ভোটারের সংখ্যা ৪১ হাজার ৭শত ১১ জন। এ পর্যন্ত ৫ ইউপিতে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে সর্বমোট ৩৯জন। তবে এ সংখ্যা বাড়ার এবং কমার সম্ভবনা রয়েছে বলেও জানা গেছে।

১নং লোগাং ইউপির বিভিন্ন এলাকায় ঘুরে জানা যায়, পর পর দুই বারের নির্বাচিত চেয়ারম্যান সমর বিকাশ চাকমা হয়তবা নির্বাচনের মাঠে এবার থাকছেন না। তবে সম্ভাব্য নতুন মুখের সংখ্যা ৫জন। লোগাং বাজারের মৃত পুতুল সাহার ছেলে মিলন সাহা (২৮), দুধুকছড়ার মৃত অনুপম চাকমার ছেলে প্রতুত্তর চাকমা (৪২), দুধুকছড়ার কেশব কুমার ত্রিপুরার ছেলে মনিন্দ্র লাল ত্রিপুরা (৩৫), হারুবিলের লাল মোহন কার্বারীর ছেলে জয় কুমার চাকমা (৫০) ও ভারত বর্ষ পাড়ার সুরজয় চাকমার ছেলে জগদীশ চাকমা (৪৫)।

২নং চেংগী ইউপিতে বর্তমান চেয়ারম্যান জগত মোহন পাড়ার জুরান্যা চাকমার ছেলে অনিল চন্দ্র চাকমা (৪২), বড়কলক এলাকার মৃত যাত্রা মোহন চাকমার ছেলে জীবন কৃষ্ণ চাকমা (৫০), বড়কলক এলাকার মৃত মদন মোহন চাকমার ছেলে নন্দ দুলাল চাকমা (৪৫), বুদ্ধরাম পাড়ার হরিপ্যা চাকমার ছেলে পূর্ণ চন্দ্র চাকমা (৪৫), তারাবন লাম্বুপাড়ার শামিচ চন্দ্র চাকমার ছেলে মতিলাল চাকমা (৫৫), তারাবন এলাকার মৃত করুণা মোহন চাকমার ছেলে নিহার বিন্দু চাকমা (৪৫), জিতেন্দ্র পাড়ার মৃত মিত্র সেন চাকমার ছেলে বন্ধু কুমার চাকমা (৫০), জিতেন্দ্র পাড়ার অনাদি চরণ চাকমার ছেলে ঊষা কান্তি চাকমা (৪৮), যুবনাশ্বপাড়ার পূর্ণদেব চাকমার ছেলে সাধন চন্দ্র চাকমা (৫৫). নীলমনি পাড়ার মৃত জগদীশ চন্দ্র চাকমার ছেলে বিমলেশ্বর চাকমা (৫০), সূর্য মোহন পাড়ার রাজেন্দ্র লাল চাকমার ছেলে কনক বরণ চাকমা (৫০), নীলমনি হেডম্যান পাড়ার মৃত জয়ধন চাকমার ছেলে নব কুমার চাকমা (৫৫), নীলমনি পাড়ার মৃত বীল সেন চাকমার ছেলে কারো চাঁদ চাকমা (৪৮), করল্যাছড়ির মাতুলী চাকমার ছেলে রূপবিন্দু চাকমা (৫০) ও খর্গপাড়ার গুনেন্দ্র ত্রিপুরা (৫০)।

৩নং পানছড়ি ইউপিতে বর্তমান চেয়ারম্যান কিনাচান পাড়ার সুর মোহন চাকমার ছেলে অসেতু বিকাশ চাকমা (৫২), কলোনীপাড়ার মৃত আবদুল হাকিমের ছেলে নাজির মাহামুদ (২৮), টিএন্ডটিলার হংসধ্বজ চাকমার ছেলে প্রিয়ংকর চাকমা (৫০), পশু হাসপাতাল টিলার যুগান্তর চাকমার ছেলে উদ্দীপন চাকমা, পাইলট ফার্মের মৃত মো: সফির ছেলে খায়রুল বশর বাবুল (৪২), মঞ্জু আদামের দীন রঞ্জন চাকমার ছেলে সিন্ধু কুমার চাকমা (৫০), দমদমের মৃত হাসান আলীর ছেলে মো: আবজল মিয়া (৫৫) ও কলাবাগানের মৃত সিরাজুল হক ভুইয়ার ছেলে আনোয়ার হোসেন বাচ্চু (৫০)।

৪নং লতিবান ইউপিতে বর্তমান চেয়ারম্যান শুকনাছড়ির প্রতিশ্বর চাকমার ছেলে শান্তি জীবন চাকমা (৫০), কারিগর পাড়ার চিত্ত বিকাশ ত্রিপুরার ছেলে কিরণ ত্রিপুরা (৫৯), বাবুরাপাড়ার কামিনীমোহন চাকমার ছেলে বিমলেন্দু চাকমা (৫৪), পুলিনপুরের কালি মোহন চাকমার ছেলে সত্যপ্রিয় চাকমা (৪৫) ও লতিবান মুখের সাক্কেন্দু বিকাশ চাকমা (৫৫)।

৫নং উল্টাছড়ি ইউপিতে বর্তমান চেয়ারম্যান সুতকর্ম্মাপাড়ার ত্রিনমনি চাকমার ছেলে সুব্রত চাকমা (৪৫), উল্টাছড়ির মো: হানিফের ছেলে মো: আবু তাহের, মধ্যনগরের দেওয়ান আলীর ছেলে আহির উদ্দিন (৪৫), উল্টাছড়ির মৃত আবদুল মালেকের ছেলে মো: শফিকুল আলম (৩৫), উল্টাছড়ির মো: রফিকের ছেলে আল-আমিন(৪৫) ও মোল্লাপাড়ার মৃত ওহাব আলীর ছেলে মো: বাচ্চু মিয়া (৫০)।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন