পানছড়িতে ইউপিডিএফ চাঁদাবাজদের গণধোলাই: অস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি::

খাগড়াছড়ির পানছড়িতে চাঁদা আদায়কালে চার ইউপিডিএফ সন্ত্রাসীকে সদস্যকে গণধোলাই দিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে সোপর্দ করেছে জনতা। পরে তাদের স্বীকারোক্তিতে দুই রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ বিদেশী পিস্তল উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, শুক্রবার রাতে পানছড়ি মডেল কলেজ গেইট এলাকার একটি ভবন চাঁদা আদায়কালে স্থানীয় জনগন ইউপিডিএফ’র চার চাঁদাবাজকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে ইউপিডিএফ সন্ত্রাসীকে উদ্ধার করে।তবে এ সময় দলের পাণ্ডারা পালিয়ে যেতে সমর্থ হয়।

আটককৃতরা হচ্ছে, পানছড়ির দক্ষিণ নালা কাটার শান্তি দুলাল চাকমার ছেলে মুক্তাত্বার দেওয়ান চাকমা, একই উপজেলার বৌদ্ধরাম পাড়ার সুকুমনি চাকমার ছেলে সুমন চাকমা, বৌদ্ধরাম পাড়ার মবুক চাকমার ছেলে বিমল চাকমা ও খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়ার খেড়া কুমার ত্রিপুরার ছেলে বৌদ্ধিরাম ত্রিপুরাকে উদ্বার করে।

পরে তাদের স্বীকারোক্তিতে আজ ভোর রাতে একটি আমেরিকান পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।

স্থানীয় অধিবাসীরা জানায়, আটক ইউপিডিএফ সদস্যরা দীর্ঘ দিন ধরে এলাকায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, আটক চার ইউপিডিএফ’র সদস্যের বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

2 Replies to “পানছড়িতে ইউপিডিএফ চাঁদাবাজদের গণধোলাই: অস্ত্র ও গুলি উদ্ধার”

  1. ধন্যবাদ স্থানিয় জনতাকে, আর সাংবাদিক ভাইদের প্রতি অনুরুধ, তাদেরকে আদিবাসী বলবেন না |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন