পাট শিল্পের সাথে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জড়িত

Pat Dibos copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

সারাদেশের ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতেও পাট দিবস পালিত হয়েছে। ‘সোনালী আশেঁর সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এ শ্লোগানকে প্রাধান্য দিয়ে সোমবার (৬মার্চ) সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করে উপজেলা প্রশাসন।

উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম সরওয়ার কামাল বলেন, পাটকে ভালবাসা মানে বাংলাদেশকে ভালবাসা। কারণ পাট শিল্পের সাথে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জড়িত। তাই দৈনন্দিন জীবনে ক্রয়-বিক্রয় ক্ষেত্রে পাটজাত প্যাকের উপর গুরুত্ব এবং পাট চাষে উদ্বুদ্ধ হতে হবে।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ নেওয়াজের সঞ্চালায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব মো ইমরান মেম্বার, ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. শাহাদাত, আওয়ামী লীগ নেতা ডা. ইসমাইল, নারী নেত্রী ওজিফা খাতুন রুবি প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবু আহমদ, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক একেএম রেজাউল হক, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তারেক রহমান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবদুস সাত্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন, সদর ইউপির মহিলা মেম্বার জুহুরা বেগম প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন