পল্লী বিদ্যুতের কারসাজিতে ৭ দিন ধরে অন্ধকারে সোনারপাড়া: প্রভাব পড়ছে পর্যটন শিল্পেও

উখিয়া প্রতিনিধি:

পল্লী বিদ্যুৎ সমিতির কারসাজিতে কক্সবাজারের উখিয়ার সমুদ্র উপকূল সোনারপাড়া গ্রাম ৭ দিন ধরে অন্ধকারে রয়েছে। বিদ্যুতের অভাবে পর্যটন শিল্পে মারাত্বক প্রভাব পড়েছে ।

জানা যায়, উখিয়া পল্লী বিদ্যুতের একদল লোক অতি সমপ্রতি জালিয়া পালং   সোনারপাড়া গ্রামে স্থাপিত ট্রান্সফরমারটি খুলে নিয়ে আসে। খারাপ হয়েছে মর্মে অজুহাত দেখিয়ে ট্রান্সফরমারটি বিদ্যুৎ অফিসে নিয়ে আসার কারনে শত শত বাড়ি ঘর অন্ধকারে রয়েছে। ৭ দিনের অধিক সময় পার হওয়ার পরেও পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বিভিন্ন তাল বাহনা শুরু করে এখনো ট্রান্সফরমারটি বসানো হয়নি। ফলে পুরো গ্রামটি অন্ধকারে রয়েছে। এছাড়া ও সেচ পাম্প, রাইচমিল, কলকারখানা, চিংডি পোনা উৎপাদন হ্যাচারী বন্ধ হয়ে পডেছে।

গ্রামবাসীরা অভিযোগের সুরে জানান, ট্রান্সফরমারটি সচল ছিল। মূলত পল্লী বিদ্যুতের লোক জন মিথ্যা কথা বলে ট্রান্সফরমারটি খুলে নিয়ে আসে। গ্রাহকদের প্রশ্ন যদি ট্রান্সফরমারটি খারাপ হয় তাহলে নতুন ট্রান্সফরমার দেওয়া হচ্ছেনা কেন?

অন্য একটি সুত্রে জানা গেছে বেশ কয়েকজন প্রভাব শালী ব্যাক্তির নিকট টাকা বকেয়া থাকায় পল্লী বিদ্যুৎ কৌশলে ট্রান্সফরমারটি খুলে নিয়ে এসেছে। সাধারন গ্রাহকের অভিমত বকেয়া থাকা ওই সব অসৎ ব্যাক্তিদের কারনে বৃহত্তর সোনারপাড়া গ্রামটি আজ অন্ধকারে রয়েছে।

শুধু তাই নয় শত শত গ্রাহক ও ব্যবসায়ীরা আর্থীক ভাবে ক্ষতির সম্মূখীনও হচ্ছে বলে জানায় গ্রামবাসীরা। তারা দ্রত বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন ।

এব্যাপারে জানতে চাইলে পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম বলেন, দ্রুত সময়ের মধ্যে নতুন ট্রান্সফরমার সংগ্রহ করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার  চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন