পর্যটন নগরীর সম্প্রীতি বিশ্বময় ছড়িয়ে দিতে হবে

রামু প্রতিনিধি:

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, কক্সবাজার বিশ্বজুড়ে পরিচিত একটি নন্দিত পর্যটন স্পট। এ শহরের মানুষদের সম্প্রীতিও বিশ্বময় ছড়িয়ে দিতে হবে। লোভ লালসা ভুলে আমাদের মানবিক কাজে নিবেদিত হতে হবে। সন্ত্রাস-জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সরকারের পাশাপাশি সব ধর্ম ও মতের মানুষকে একযোগে কাজ করতে হবে।

সাংসদ সাইমুম সরওয়ার কমল সোমবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার গোলদিঘীর পাড়ে সনাতনী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও মহা শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাংসদ কমল আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে অসাম্প্রদায়িক, ক্ষুধা, দারিদ্রমুক্ত করার লক্ষ্যে জনকল্যাণমুখি নানা পদক্ষেপ সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন। যার ফলে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হচ্ছে। সারাদেশে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের আওতায় পর্যটন নগরী কক্সবাজারকে ঘিরে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। চলমান প্রকল্পগুলোর কাজ শেষ হলেই কক্সবাজার একটি বিশ্বমানের পর্যটন নগরীতে রুপ নেবে।

জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী। রাজবিহারী দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আনোয়ারুল নাসের, কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, অধ্যাপক সোমেস্বর চক্রবর্তী, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, শহর পূজা উদযাপন পরিষদের দীপক দাশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক ও ডিএসবি কাজী মো. হারুন অর রশিদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কক্সবাজার গোল দিঘীর পাড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন