নিরাপদ সড়ক চাই আন্দোলনে উস্কানী দেয়ার অভিযোগে চকরিয়ায় শিবির নেতার বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে নানা ধরণের তথ্য তুলে ধরে স্ট্যার্টাস দিয়ে উস্কানী দেয়ার অভিযোগে কক্সবাজারের চকরিয়ায় এক শিবির নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শিবির নেতা শোয়াইব বিন হাবিব পরিচালিত ‘এসবি হাবীব’ আইডি থেকে এই উস্কানী দেয়া হয় দাবি করে মামলাটি দায়ের করেন  ফাঁশিয়াখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজমুল হাসান লিটন। ফেইসবুকের মাধ্যমে এসবের প্রতিবাদ করলে উল্টা তাকে হুমকি দেয়া হয় বলেও জানান তিনি।

মামলায় বাদীর আইনজীবি চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এডভোকেট লুৎফুল কবির জানান, বিবাদী তার ফেইসবুকে স্বাধীনতা বিরোধী কর্মকান্ড ও সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার করেছেন। এমন কী দেশের স্বাধীনতা মিথ্যার উপর প্রতিষ্ঠা হয়েছে বলেও মন্তব্য করেছেন।

তিনি বলেন, আদালতের বিজ্ঞ বিচারক বাদির অভিযোগটি আমলে নিয়ে তদন্তে সাপেক্ষে প্রতিবেদন দেওয়ার জন্য চকরিয়া থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন