নিজ ব্যবসা প্রতিষ্ঠানেই খর্বকায় প্রতিবন্ধী ফিরোজের স্বাধীনতা দিবস পালন

Feroz Pic copy

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

জেলার পানছড়ি উপজেলার ইসলামপুর গ্রামের হাসান মিস্ত্রীর ছেলে ফিরোজ। জন্ম থেকেই সে খর্বকায় প্রতিবন্ধী। তার বয়স ২৮ আর উচ্চতা ৪ফুট। আনন্দমুখর পরিবেশে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা দিবস পালন করে সবার নজর কাড়ে ফিরোজ।

উপজেলার ইসলামপুর গ্রামের প্রধান সড়কেই ফিরোজের ফার্নিচার দোকান। প্রতিষ্ঠানের মিস্ত্রী দিয়ে সম্পূর্ণ নিজ ফর্মূলায় ছোট্ট আকারের জাতীয় পতাকার ষ্ট্যান্ডসহ একটি শহীদ মিনার তৈরি করেছে ফিরোজ। প্রতিষ্ঠানে বসে মহান স্বাধীনতা দিবস পালন করে খর্বকায় ফিরোজ বুঝিয়ে দিল প্রতিবন্ধী হয়েও তা সম্ভব।

এ ব্যাপারে ফিরোজের প্রতিক্রিয়া জানতে চাইলে সে জানায়, আমার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মুক্তিযোদ্ধা শিশু মিয়া ছেলে বাচ্চু মিস্ত্রী। মুক্তিযোদ্ধা সন্তানের দোকান ও মহান স্বাধীনতা দিবসের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য নিজ ফর্মূলায় কাঠ দিয়ে শহীদ মিনার তৈরি করার প্ররিকল্পনা গ্রহণ করে অবশেষে বাস্তবে রুপ দিলাম।

প্রতিবন্ধী হয়েও ফিরোজের এ অনন্য দৃষ্টান্ত এখন সবার মুখে মুখে তাছাড়া ফেইসবুকেও অনেকে জানাচ্ছে বাহবা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন