নানিয়ারচরে বাঙ্গালীদের গাছ কর্তনকারী উপজাতীয় সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম



প্রেস বিজ্ঞপ্তি :

রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলাধীন বগাছড়িতে বাঙ্গালীদের আনারস ও সেগুন গাছের চারা কর্তনকারী উপজাতীয় সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেছে পার্বত্য নাগরিক পরিষদ এবং পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা।

এ সময় বক্তারা ঘোষণা দেন, ‘আজ দুপুর ১২ টা হতে আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে গরীব কৃষকদের সকল ক্ষতিপূরণসহ পুনর্বাসিত করা না হলে হরতালসহ কঠিন কর্মসূচী দেয়া হবে।’

রোববার সকাল ১১টায় রাঙ্গামাটির কাঁঠালতলীর আইডিই ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠন দু’টির পক্ষ থেকে এ আল্টিমেটাম দেয়া হয়। এছাড়া আগামী ২৪ ডিসেম্বর বাগান কর্তনকারী উপজাতীয় সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে রাঙ্গামাটি জেলা সদরে বিক্ষোভ মিছিল করা হবে বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, ‘গত ১৫ই ডিসেম্বর দিবাগত রাত্রে কতিপয় উপজাতীয় সন্ত্রাসী রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলাধীন বগাছড়িতে নিরস্ত্র অসহায় গরীব কৃষকদের পাঁচ লক্ষ ফলন্ত আনারসের চারা ও পঁচিশ হাজার সেগুন গাছের চারা কেটে ফেলেছে। এতে কৃষকদের প্রায় এক কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

বক্তারা ২০০৯ সালের একই ধরনের ঘটনার কথা উল্লেখ্য করে বলেন, ‘ঐ একই এলাকায় ঔষধ প্রয়োগ করে কয়েক হাজার আনারস গাছ নষ্ট করা হলেও সে সময় কোন ব্যবস্থা না নেওয়ায় পূণঃরায় একই স্থানে পাহাড়ি সন্ত্রাসীরা এই অপকর্ম করে।’ 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন