নাগরিক সেবার উন্নয়নে সরকার দৃষ্টান্ত স্থাপন করেছেন: নব বিক্রম কিশোর ত্রিপুরা

রাঙ্গামাটি প্রতিনিধ:

নাগরিক সেবার উন্নয়নে বর্তমান সরকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আগামী ২০২১ সালের মধ্যে ভিশন টুয়েন্টি-টুয়েন্টি ওয়ান অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বাধীন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। বুধবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রালয়ের অধীনস্থ বিভাগ সমূহের নাগরিক সেবা সহজতর করনের লক্ষ্যে উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মেলা রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী মিলনায়তনে আয়োজিত সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরাএসব কথা বলেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রমা রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এবিএম নাছিরুল আলম  প্রমূখ।

নব কিশোর ত্রিপুরা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আজ নাগরিক সেবায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। জনগন আজ প্রযুক্তির কল্যাণে ঘরে বসেই বিভিন্ন সরকারী দপ্তরের নাগরিক সেবা ভোগ করতে পারছেন। তিনি আরো বলেন, আপনারা জনগনের সেবক তাই জনগনের নাগরিক সুবিধা নিশ্চিত কল্পে আপনার নিত্য নতুন উদ্ভাবনী ধারনাকে কাজে লাগাতে হবে। আপনাদের উদ্ভাবনী ধারনাগুলোকে কাজে লাগানোর লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হচ্ছে।

পরে মেলায় মন্ত্রনালয়ের অধীন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এবং কৃষি, প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য ও প্রাণী সম্পদ দপ্তরের নাগরিক সেবায় উদ্ভাবনী ধারণা সমূহসহ কেবিনেট বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহায়তায়  উদ্ভাবনী প্রদর্শনী ধারনায় মোট ১৫টি উদ্ভাবনী ধারনা প্রদর্শিত হয়।

এরমধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের অন লাইন অভিযোগ নিষ্পত্তি, প্রাণী সম্পদ বিভাগের ফার্মার হোপ ফেইজ বুক, প্রাথমিক শিক্ষা অফিসের মাল্টিমিডিয়া ক্লাশ রুম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অনলাইন বৃত্তি ব্যবস্থা, রাঙ্গামাটি জেলা পরিষদের অন লাইন নিয়োগ প্রক্রিয়া বিষয়ক উদ্ভানী ধারনা সমূহ  প্রদর্শনীতে আগত সকলের দৃষ্টি আকর্ষন করেছে। উদ্ভাবনী প্রদর্শনী মেলা পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন