নাইক্ষ্যংছড়ি সদর ইউপির নির্বাচন ২৩ মে

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আগামী ২৩ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। ইসির উপসচিব ফরহাদ আহম্মাদ খান (নির্বাচন পরিচালনা-২) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তফসিল ঘোষণা করা হয়। গত ১৮ এপ্রিল নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুসারে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ  ২৭ এপ্রিল, মনোনয়ন যাচাই-বাছাই ৩০ এপ্রিল এবং প্রত্যাহার ৭ মে।

সুত্র মতে, গত বছরের ৩১ অক্টোবর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের নির্বাচন ছিল। নির্বাচনের মাত্র একদিন আগে আলী হোসেন নামের এক ব্যক্তি ভোটার তালিকায় সংশোধনী চেয়ে হাইকোর্টে মামলা করেন।

মামলাটি আমলে নিয়ে বিচারপতি কাজী রেজাউল হক ও মুহাম্মদ উল্লাহ নির্বাচন অনুষ্ঠানে স্থগিতাদেশ দেন। ফলে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলেও অনুষ্ঠিত হয়নি নির্বাচন।

এরপর স্থগিতাদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তসলিম ইকবাল চৌধুরী। মামলা নং-৪১২/১৭।

২ মার্চ আপিল শুনানী শেষে নির্বাচন অনুষ্ঠানে আর কোন আইনী বাধা নেই বলে আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি সৈয়দ মুহাম্মদ হোসাইন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত বেঞ্চ।

এদিকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে দীর্ঘ সাড়ে ৬ মাস আইনী লড়াই করে গেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তসলিম ইকবাল চৌধুরী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন