নাইক্ষ্যংছড়ি উপজেলায় বীর বাহাদুর ১৩১৭১ ভোটে এগিয়ে

বাইশারী প্রতিনিধি:

একাদশ জাতীয় সংবাদ নির্বাচনে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভোট গণনা শেষে বাবু বীর বাহাদুর নৌকা মার্কা প্রতীকে ১৩১৭১ ভোটে এগিয়ে রয়েছেন। বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি জানান, সর্বমোট নাইক্ষ্যংছড়ি উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী বাবু বীর বাহাদুর ২৩০৬৫ , বাবু সাচিংপ্রু জেরী ধানের শীষ ৯৮৯৪, হাত পাখা মাওলানা শওকতুল ইসলাম ১৮১, মিনার প্রতীক ৬০ ভোট পেয়েছেন। প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে বাবু বীর বাহাদুর ১৩১৭১ ভোটে এগিয়ে রয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলায়।

উল্লেখ্য নাইক্ষ্যংছড়ি উপজেলায় সর্বমোট ভোটার সংখ্যা সাইত্রিশ হাজার তিন শত ছিয়াশি (৩৭৩৮৬)।

সরজমিনে উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় কিছু কিছু লোকজনের অভিযোগ আইডি কার্ড ছাড়া ভোট দিতে বারন, একজনের ভোট আরেক জন দিয়ে ফেলেছে। তবে প্রিজাইডিং অফিসারগণ এসব অভিযোগ অস্বিকার করে বলেন, সেটা সঠিক নয়, অন্যজন যেন ভোট দিতে না পারে সেজন্য আইডি কার্ডের কথা বলা হয়েছে। বাকী অভিযোগ সত্য নয় বলে ভোট কেন্দ্রে দায়িত্ব থাকা কর্মকর্তারা জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন