নাইক্ষ্যংছড়ির এক রাবার বাগান থেকে চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের ভাল্লুকখাইয়া আ. মান্নান রাবার বাগান মালিক থেকে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ বিষয়ে রাবার বাগানের ব্যবস্থাপক আবু মো. মোর্তাজা আলী সম্প্রতি নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এ চাদাঁবাজের বিরুদ্ধে।  বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা চলছে।

অভিযোগে প্রকাশ, ভাল্লুককাইয়া গ্রামের বাসিন্দা নূর কাদেরসহ এক দল লোক দীর্ঘদিন ধরে এলাকার চাঁদা আদায়সহ নানা অপতৎপরতায় লিপ্ত। বিশেষ করে এলাকার কয়েকজন প্রভাবশালীর ছত্র ছায়ায়  নুর কাদের এসব করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় সে আ. মান্নান রাবার বাগানের বিভিন্ন কাজে বাধা দেয় চাঁদার দাবিতে।

সম্প্রতি এ রাবার বাগানের উন্নয়নে মাটি কাটার বিষয় নিয়ে অভিযুক্ত এ নুর কাদের চাদা দাবি করে বাগানের ব্যকস্থাপক মোর্তাজা আলীর কাছ থেকে। মোর্তাজা আলী জানান, চাদা দিতে অস্বীকৃতি জানালে নুর কাদের তাকে নানাভাবে হুমকি দিচ্ছে। এক পর্যায়ে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা পর্যন্তও করে সে। এ কারণে তিনি থানার আশ্রয় নিয়েছেন এবং অভিযোগ দায়ের করেছেন। এ ছাড়া এ নুর কাদের স্থানীয় হেড়ম্যানের প্রশ্রয় -আশ্রয়  পেয়ে এ অপতৎরতা চালাচ্ছে বলেও তার ধারণা।

এদিকে অপর একটি সূত্র দাবী করেন, এই একই ব্যক্তির বিরুদ্ধে ভাল্লুকখাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ থেকে চাঁদা দাবীর অভিযোগে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইসহাক।

এলাকাবাসী জানান, নুর কাদের গং প্রকৃতই এলাকার উন্নয়ন চায় না। রাবার শিল্প বা  শিক্ষার উন্নয়নে বাধা দিতে এ ধরনের চাদা দাবি মেনে নেয়া যায় না।  তাই তারা এসব অপরাধীর কঠোর শাস্তির দাবি জানান্।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন