নতুন ভাবে কেন্দ্র স্থাপনের মাধ্যমে বাইশারী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা শুরু

aa copy

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার দীর্ঘ ৪৫ বছর পর ২০১৭ সালে নতুন ভাবে কেন্দ্র স্থাপনের মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।

বাইশারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ২২৪জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ৮৮জন ছাত্র এবং ১৩৬নং ছাত্রী রয়েছে।

কেন্দ্র সুপার ঈদগড় সরকারী উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক মতিলাল সিকদার জানান কোন ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আগামীতেও একই ভাবে শান্তি শৃঙ্খলার মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. মহিউদ্দীন জানান, মনোরম পরিবেশে আইন শৃঙ্খলার বাহিনী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা চলছে। বাকি পরীক্ষাগুলো ঠিক অনুরূপভাবে চালিয়ে নেওয়ার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রতিনিধি উখিয়া সরকারী কলেজের অধ্যাপক তৌহিদুল ইসলাম বলেন, অত্যন্ত সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা চলাকালীন সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এএসআই রুবেল ধর এবং মেডিকেল টিমের দায়িত্বে ছিলেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. নুরুল আমিন।

সরজমিনে পরিদর্শনে গিয়ে পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত কেন্দ্র সচিব বাইশারী উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক বাবু শ্রীবাস চন্দ্র দাশ বলেন, প্রথবারের মত বাইশারী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। তাই তিনি সকলের সহযোগিতার পাশাপাশি কেন্দ্রে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি সকলের চোখ-কান খোলা রেখে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

বাইশারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী সাংসদ বীর বাহাদুর উশৈসিং এমপি’র সার্বিক সহযোগিতায় বাইশারী সহ আশপাশের বিদ্যালয়’র ছাত্র-ছাত্রীরা কম খরচে পরীক্ষা দিতে পারছেন। তিনি পার্বত্য প্রতিমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও মন্ত্রী’র সহযোগিতা কামনা করছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন