নতুন প্রজন্মকে সুরক্ষা করতে পারলে দেশ এগিয়ে যাবে: উখিয়ায় এমিপি বদি

Pic Ukhiya 10.05

উখিয়া প্রতিনিধি:

উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেছেন, নতুন প্রজন্মকে সুরক্ষা করতে পারলে দেশ এগিয়ে যাবে। বর্তমান সরকার শিশু, কিশোর-কিশোরী লেখাপড়া নিশ্চিত ও নিরাপত্তার জোরদার করতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। শিশু বিবাহ, শিশু শ্রম ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন জোরদার করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

সোমবার উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয় মাঠে এডোলেসেন্ট কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

উখিয়া-টেকনাফের শিশু, কিশোর-কিশোরীদের জন্য সুরক্ষিত প্রকল্পের আওতায় শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রাণালয়ের অধিনে ইউনিসেফ-এর আর্থিক সহযোগীতায় কোডেক আয়োজিত এডোলেসেন্ট কনভেনশনে সভাপতিত্ব করেন কিশোর-কিশোরী ক্লাবের সদস্য মরতোজা তাহেরী মুক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শামীম ভূঁইয়া, সমাজসেবা অফিসার হাবিবুর রহমান ও কোডেকের প্রকল্প সমন্বয়কারী আবছার হাবিব। স্বাগত বক্তব্যে রাখেন, কোডেক ইউনিসেফ প্রকল্পের ব্যবস্থাপক নাছির উদ্দিন। ঘোষণা পত্র পাঠ করেন, শায়লা পারভিন লুনা। অনুষ্ঠান পরিচালনা করেন, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ক্লীনটন বড়ুয়া ও অনামিকা বড়ুয়া।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন