দেশের সবচেয়ে বড় মোটরগাড়ি প্রদর্শনীতে অংশ নিল Bikroy

PR-Image-Bikroy Car Expo copy

বিজ্ঞপ্তি:

দেশের সবচেয়ে বড় এবং আন্তর্জাতিক মানের মোটরযান শিল্পের প্রদর্শনী বুধবার শুরু হয়েছে। এটি ২৫ মার্চ ২০১৭ পর্যন্ত চলবে। বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (আইসিসিবি) অনুষ্ঠিত এ প্রদর্শনীটির আয়োজন করেছে সেমস (কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড)। বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস Bikroy, এ প্রদর্শনীর অনলাইন সহযোগী হিসেবে অংশ নিচ্ছে।

এ আয়োজনটি ক্রেতা এবং গাড়ি ব্যবসায়ীদের জন্য একটি বড় সুযোগ, বিশেষ করে যারা ব্যবসায়িক কার্যক্রম অনলাইনে নিতে চাচ্ছেন তাদের জন্য। এ প্রদর্শনীতে তারা Bikroy’র বুথ (অ:১৮) থেকে নিবন্ধন করে Bikroy.com ওয়েবসাইটে তাদের নিজস্ব অনলাইন স্টোর তৈরি করতে পারবেন। এছাড়াও আগ্রহী গাড়ি-প্রেমীরা পছন্দের মডেলের গাড়ি বা কোন গাড়ি সম্পর্কিত তথ্য Bikroy’র বুথ থেকে অনলাইনে পাবেন। ক্রেতা-বিক্রেতাদের জন্য Bikroy নিয়ে এসেছে  সবচেয়ে বেশি গাড়ির সংগ্রহ, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক গাড়ি এবং ন্যায্য দামের নিশ্চয়তা। বিভিন্ন ধরণের পণ্য এবং সেবার জন্য Bikroy’ বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস।

Bikroy’র মার্কেটিং ডিরেক্টর মিশা আলী বলেন, “এ চমৎকার আয়োজনের অনলাইন সহযোগী হতে পেরে আমরা সত্যি আনন্দিত। আমরা বিশ্বাস করি, এ প্রদর্শনীর মাধ্যমে ক্রেতা-বিক্রেতা সবাই উন্নত প্রযুক্তি এবং অটোমোবাইল শিল্পের অগ্রগতিতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে ধারণা পাবেন। ক্রয়-বিক্রয়ের জন্য বর্তমানে Bikroy-এ ৬০০০+ গাড়ি এবং ৫০০০+ বাইক রয়েছে। আমরা আশা করি বাংলাদেশের গাড়ি ও বাইক প্রেমী মানুষ আমাদের প্লাটফর্মের বিশাল সমাহার থেকে তাদের স্বপ্নের গাড়ি বা বাইকটি খুঁজে নিতে পারবেন।”

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন