দুর্গাপূজা ও আশুরা উপলক্ষ্যে মানিকছড়িতে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা

ma

মানিকছড়ি প্রতিনিধি:
আসন্ন দুর্গাপূজা, প্রবারণা উৎসব ও আশুরাকে ঘিরে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব পালনে ‘মানিকছড়িতে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা’ সোমবার বিকালে টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। ইউ.এন.ও যুথিকা সরকারের সভাপতিত্বে এবং সাংবাদিক মো. মনির হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মজিদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল রহমান, সিন্দুকছড়ি জোন প্রতিনিধি মেজর মো. মাহফুজুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ.রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, ও.সি মো. শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, এম.এ. করিম , মো. আবুল কালাম ও প্রেসক্লাবের সভাপতি মো. মাঈন উদ্দীন।

অতিথিদের পাশা-পাশি সভায় বক্তব্য রাখেন, তিনটহরী পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ডা. চন্দন মজুমদার, মানিকছড়ি শ্রী শ্রী রাজশ্যামা কালি মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি বাদল কান্তি সেন, কার্বারী এসোসিয়েশন সভাপতি উদ্রাচাই মারমা ও আহলে সুন্নাত ওয়াল জামাত সদস্য মাওলানা আবদুল মজিদ নিজামী প্রমুখ।

সভায় বিশেষ অতিথি পুলিশ সুপার মো. মজিদ আলী বলেন, দুস্কৃতকারীর কর্মকান্ডকে নিরুৎসাহিত করতে হবে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে সকলের সহযোগিতা প্রয়োজন। সম্প্রতি এখানে দূর্বৃত্ত কর্তৃক কয়েকটি ঘটনার তদন্ত চলছে। অহেতুক কাউকে ধৈয্য না হারিয়ে আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ করেন তিনি।

পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘আসন্ন দুর্গোৎসব, প্রবারণা ও আশুরা পালনে সবার সহযোগিতা প্রয়োজন। ধৈয্য ও সহিষ্ণতার পরিচয় দিয়ে উৎসবকে আনন্দমুখর করে তুলতে হবে। অহেতুক কোন গুজবে কান না দিয়ে দেশের আইন-কানুন মেনে প্রশাসনের অনুমতি সাপেক্ষে সভা- সমাবেশ করতে সবাইকে সচেতন হতে হবে। মনে রাখতে হবে শান্তি বিনষ্টকারীরা দেশ ও সমাজের শত্রু। ওদের কোন ধর্ম নেই, বর্ণ নেই।’ সকলের সচেতনতাই পারে সমাজকে এগিয়ে নিতে। পরে সভাপতি ইউ.এন.ও যুথিকা সরকারের সমাপনী ভাষণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন