দীঘিনালায় মা-শিশু-কৈশোরকালীন স্বাস্থ্যসেবা বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Dighinaala (Family Planning) picture-10-05-2016 copy

দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পরিবার পরিকল্পনা, মা-শিশু-কৈশোরকালীন স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভায় অনুষ্ঠিত। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা বলেছেন, একটি সুন্দর সংসার গঠনের জন্য প্রয়োজন পরিবার পরিকল্পনা। পরিকল্পিত সন্তান ধারণের মধ্য দিয়ে সুখের সংসার হিসেবে গড়ে তোলা যায়। তাই প্রতিটি এলাকায় পরিবার পরিকল্পনা সহকারী, স্বাস্থ্যকর্মীদের সাথে পরামর্শ করে, পরিকল্পনা মাফিক সন্তান ধারণ এবং প্রসব পরবর্তী পদ্ধতি গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবু নিটোল মনি চাকমার সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বিশিষ্ঠ শিক্ষাবিদ সাধন কুমার চাকমা প্রমূখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন