দীঘিনালায় বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে মোহাম্মদ কাশেম

দীঘিনালা প্রতিনিধি:

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ চেয়ারম্যান হতে চলেছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান হতে যাচ্ছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল মিন্টু এবং মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান।

গত সোমবার উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ২৮টি ভোট কেন্দ্রে কোন প্রকার বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

ইতিমধ্যে ২৮টি ভোট কেন্দ্রের মধ্যে ২৭টি ভোট কেন্দ্রের ফলাফল হাতে এসেছে। ২৭টি ভোট কেন্দ্রের ফলাফলের মধ্যে নৌকা প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম ৩৭ হাজার ৮০ ভোট পেয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ইউপিডিএফ (প্রসিত) সমর্থিত  উমেশ কান্তি চাকমা হেলিকপ্টার প্রতীকে ১০ হাজার ২ শত ৩ ভোট এবং জেএসএস-এমএন লারমা আনারস প্রতীকে ৬ হাজার ৬ শত ৫ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল মিন্টু টিউবওয়েল প্রতীকে ৩৫ হাজার ১শত ১৯ ভোট পেয়েছেন। জেএসএস এমএন লারমা দল সমর্থিত প্রার্থী সমদা নন্দ চাকমা তালা প্রতীকে ৭ হাজার ৪শত ২৪ ভোট, সুসময় চাকমা চশমা প্রতীকে ১৩ হাজার ৪শত ৮৯ ভোট পেয়েছেন।

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সীমা দেওয়ান কলসী প্রতীকে ২৯ হাজার ২ শত ৩৭ ভোট, লিপি দেওয়ান বৈদ্যুতিক পাখা প্রতীকে ১০ হাজার ২ শত ৭০ ভোট এবং গোপা দেবী চাকমা প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৩শত ৬৪ ভোট।

এদিকে দুর্গম নাড়াইছড়ি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়নি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন