দীঘিনালায় ইন্দ্রা চাকমাকে হত্যাকারী আলাউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ৫ নারী সংগঠনের

 

প্রেস বিজ্ঞপ্তি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালীতে বিধবা নারী ইন্দ্রা চাকমাকে(৪৫) হত্যাকারী মো. আলাউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রামে আন্দোলনরত ৫ নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, সাজেক নারী সমাজ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও নারী আত্মরক্ষা কমিটি।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে ৫ নারী সংগঠনের নেতৃবৃন্দ এই দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ উক্ত হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জমিতে গরু বাধাকে কেন্দ্র করে ইন্দ্রা চাকমার সাথে কথা আলাউদ্দিনের কথা কাটাকাটি হয়।  এক পর্যায়ে মো. আলাউদ্দিন(৫৫) ইন্দ্রা চাকমাকে কুপিয়ে/ছুরিকাঘাত করে হত্যা করে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ খুনি আলাউদ্দিনকে গ্রেফতার করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন