দীঘিনালায় ইউনিয়ন পরিষদের চেয়ার-টেবিল ভাঙচুর করলেন মেম্বার

Dighinala picture (02) 01-02-2017 copy

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ার ও টেবিল ভাংচুর করেছে একই ইউনিয়ন পরিষদের ইউপি মেম্বার। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। এঘটনায় অভিযুক্ত মেম্বার মো. শাহ আলম ভুইয়া সজিবের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছেন, ইউপি চেয়ারম্যান মো. রহমান কবির রতন।

জানা যায়, বুধবার ১নং মেরুং ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার মো. শাহ আলম ভুইয়া সজিব ইউনিয়ন পরিষদে এসে উত্তেজিত কন্ঠে প্রথমে চেয়ারম্যান মো. রহমান কবির রতনকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করে। পরে চেয়ারম্যানের নাম সংবলিত সীল পা দিয়ে মাড়িয়ে ভাংচুর করে। পরে আরও উত্তেজিত হয়ে চেয়ার তুলে টেবিলে সজোরে আঘাত করে। এতে টেবিলের কাচ ভেঙ্গে চার দিকে ছড়িয়ে পরে। চেয়ারম্যানের অফিস ভাংচুর করতে গিয়ে তালাবদ্ধ থাকায় ফিরে আসে। এঘটনায় চার দিকে আতঙ্ক ছড়িয়ে পরে।

এব্যাপারে ইউনিয়ন পরিষদের আয়া মোছা. হাজেরা বেগম জানান, মেম্বার ইউনিয়ন পরিষদে এসেই প্রথমে চেয়ারম্যান সাহেবকে গালাগাল শুরু করে। পরে নিজ থেকেই বলতে থাকে, আমার দ্বারা মেম্বারি করা হবে না। এক পর্যায়ে চেয়ার মাথার উপরে তুলে টেবিলে সজোরে আঘাত করে। এতে টেবিলের কাচ ভেঙে যায়।

একই ই্উনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রিয় শান্তি চাকমা জানান, আমি তাকে শান্ত হতে আহ্বান জানানোর পর আবারও চেয়ার মাথার উপরে তুলে টেবিলে আঘাত করে। পরে আমি ভয়ে দৌঁড়ে নিচে চলে যাই।

এব্যাপারে কথা বলার জন্য মো. শাহ আলম ভুইয়া সজিবের মুঠোফোনে বার বার চেষ্টা করলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এব্যাপারে ১নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমান কবির রতন জানান, তাকে ভিজিডির ৩১টি কার্ড দেয়া হয়েছে। তার দেয়া সবগুলো নামই তালিকায় আছে। তার মাধ্যম ছাড়া ওই এলাকায় আমি অতিরিক্ত আরও ৮টি কার্ড দেয়ায় আমার উপর ক্ষুব্ধ।

এব্যাপারে দীঘিনালা থানার এস আই মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনায় ১নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমান কবির রতন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন