দীঘিনালায় আমনের বাম্পার ফলন

Amon Pic1
দিদারুর আলম রাফি:
চলতি বছরে খাগড়াছড়ির দীঘিনালায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বছরের শুরুতে টানা তিনবারের বন্যার ক্ষত কিছুটা কাটিয়ে উঠতে পারবেন বলে কৃষকদের সাথে আলাপকালে জানা গেছে।

সরেজমিনে দীঘিনালার কৃষি ব্লকগুলো ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি ব্লকেই জমিতে আমনের ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার মোট ২২টি ব্লকে প্রায় সাড়ে দশ’হাজার চাষী ৪,৪৭০ হেক্টর জমিতে আমন চাষ করেছেন। গতবারের তুলনায় এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

কবাখালী ব্লকের চাষী শায়েব আলী বলেন, গতবারের তুলনায় এবার তার তিন একর জমিতে ফলন কিছুটা ভালো হয়েছে। তবে বন্যায় প্রথম দিকে পরপর তিনবার ধান্য জমি পানিতে তলিয়ে যাওয়ায় চারা নিয়ে সমস্যায় পড়তে হয়েছে। এছাড়া অন্যান্য ব্লকগুলোর চাষীরাও আমনের ফলন ভালো হয়েছে জানিয়ে সঠিক দাম নির্ধারনের দাবি জানান। বন্যা পরবর্তি সময়ে বিভিন্ন এলাকা থেকে চারা সংগ্রহ করে রোপনের পর ফলন ভালো হলেও দাম নিয়ে শংকায় আছেন বলে জানান কৃষকরা।

দীঘিনালা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুপন চাকমা বলেন, চলতি বছর টানা তিনবার বন্যার কারনে প্রথম দিকে আমন চাষে শংকা থাকলেও কৃষকের অক্লান্ত পরিশ্রম আর কৃষি বিভাগের সুপরামর্শে ফলন ভালো হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ফলন ভালো হওয়ায় কৃষকদের দাম নিয়ে সমস্যায় পড়তে হবেনা বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন