Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

দীঘিনালার দূর্গম এলাকায় সেনাবাহিনীর  চিকিৎসাসেবা

দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দূর্গম বানছড়া গ্রামে চিকিৎসাসেবা প্রদান করেছে দীঘিনালা জোনের সেনাবাহিনী|

সোমবার(১৫ অক্টোবর) উপজেলার ডানে বানছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়|  ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, দীঘিনালা জোনের চিকিৎসা কর্মকর্তা (অারএমও) ক্যাপ্টেন ফয়সাল অাখতার| এ সময় বড়াদম এলাকাসহ ডানে বানছড়া গ্রামের গরীব দুস্থ রোগীর মাঝে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় |

এ ব্যাপারে দীঘিনালা জোনের চিকিৎসক (অারএমও) ক্যাপ্টেন ফয়সাল আখতার, দীঘিনালা জোন এর নেতৃত্বে বরাদম আর্মি ক্যাম্পের আওতাধীন ডানে বাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এ ২৩০ জন উপজাতী রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন