দীঘলছড়ি গ্রামের হতদরিদ্র ১০১ পরিবারকে ৫ লক্ষ ৭২ হাজার টাকার অর্থ সহায়তা 

স্টাফ রিপোর্টার:

রাঙামাটির মগবান ইউনিয়নের দীঘলছড়ি গ্রামে হতদরিদ্র ১০১ পরিবারের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫ লক্ষ ৭২ হাজার ৫ শত টাকার নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। সমাজে যারা একেবারে হতদরিদ্র তাদের জীবন ও জীবিকার মান উন্নয়নের লক্ষ্যে মগবানের দীঘল ছড়ি, মরংছড়ি ও দেবাছড়ি গ্রামের তিন শতাধিক মানুষকে এ অর্থ সহায়তা দিয়েছে রাঙ্গামাটির বেরকারী উন্নয়ন সংস্থা গ্রীণ হীল।

মগবান ইউনিয়নের দীঘলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানক ভাবে হতদরিদ্রদের মাঝে রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা ও গ্রীণ হীলের চেয়ারপারসন টুকু তালুকদার অর্থ সহায়তা তুলে দেন।

বাংলাদেশ সরকার, ইউকে এইড ও সিড়ি.র সহায়তায় শৈলী প্রকল্পের আওতায় গ্রীণ হীল এ নগদ অর্থ সহায়তা দেয়।

উল্লেখ্য, হতদরিদ্র পরিবারের মধ্যে দেয়া অর্থ সহায়তা আর ফেরত দিতে হবেনা। শীত, গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে মওসুম সব্জী আবাদ, হাস মুরগী, ছাগলও শুকর পালন. স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহার ও ছেলে মেয়েদের লেখার পড়ার খরচ চালানোর অংশ হিসাবে প্রত্যেক পরিবারকে সর্বোচ্ছ ৭ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন