দাদাসাহেব ফালকে সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

runa-layla

বিনোদন ডেস্ক:

ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। চলচ্চিত্র শিল্পে অবদান রাখার জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হবে। গত ৩০ জানুয়ারি এক চিঠির মাধ্যমে তাকে সুখবরটি জানায় দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন।

এবারের দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড বিজয়ী নির্বাচনের জুরি বোর্ডের সদস্য হিসেবে এ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা।

চিঠিতে ফাউন্ডেশনের চেয়ারম্যান অাশফাক খোপিকার জানান, ‘বিজয়ী নির্বাচনে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানিত জুরি সদস্যদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের ম্যানেজিং কমিটি।’

মঙ্গলবার সকালে ফেসবুকে এ সুসংবাদটি জানান তিনি। রুনা লায়লা লেখেন, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি। জুরি মেম্বার হিসেবে অন্যান্য জুরিদের সঙ্গে এ পুরস্কারটি গ্রহণ করবো। আলহামদুলিল্লাহ্‌।

সুসংবাদটি জানিয়ে রুনা লায়লা বলেন, ‘আমি গর্বিত। বাংলাদেশি শিল্পী হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়াটা সম্মানজনক ও আনন্দের ব্যাপার।’

১৯৬৯ সালে ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের জন্মশতবার্ষিকীতে এই পুরস্কার প্রবর্তন করা হয়। পুরস্কার হিসেবে একটি স্বর্ণকমল পদক, একটি শাল এবং ১০ লাখ রূপি প্রদান করা হয় নির্বাচিত বিজয়ীকে। এবারের বিজয়ীর হাতে পুরস্কার দেওয়া হবে আগামী ৩০ এপ্রিল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন