Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

দশ টাকা কেজি দরে দীঘিনালার হত-দরিদ্রদের মাঝে চাল বিতরণ শুরু

dighinala-picture-27-09-2016-copy

দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় হত-দরিদ্রদের মাঝে দশ টাকা কেজি হারে চাল বিতরণ কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে।  মঙ্গলবার সকালে উপজেলার কবাখালী ইউনিয়নের এ কার্যক্রম উদ্ধোধন করেন উপজেলা খাদ্য কর্মকর্তা বাবু জ্ঞানেন্দু চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন, কবাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং কবাখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মফিজুর রহমান। এ সময় অতিথিবৃন্দ সর্বপ্রথম কবাখালী ইউনিয়নের জয়কুমার কার্বারী পাড়া গ্রামের আবদুস সালামের হাতে দশ টাকা কেজি দরে ত্রিশ কেজি চাল তুলে দেন।

এ ব্যাপারে আবদুস সালাম জানান, এখন বাজারে চালের দর খুব চড়া। চালের দর বাড়তি থাকায় সংসারের খরচ মেটানো খুব কষ্টকর হচ্ছিল। সরকারের দেয়া দশ টাকা কেজি দরে চাল আমাদের মতো দরিদ্রদের খুবই উপকারে আসবে।

উপজেলা খাদ্য কর্মকর্তা বাবু জ্ঞানেন্দু চাকমা জানান, দশ টাকা কেজি দরে চাল বিতরণ করা, এটা শেখ হাসিনা সরকারের অবদান। তাই এই চাল বিক্রি করা যাবে না। পাশাপাশি এ কার্ড কখনো হস্তান্তর করাও যাবে না। সঠিকভাবে চাল বিতরণ করতে সকলের সহযোগীতাও কামনা করেন।

উপজেলা খাদ্য অফিস সুত্রে জানাযায়, উপজেলার ১নং মেরুং ইউনিয়নে ৬শত ৬৫, ২নং বোয়ালখালী ইউনিয়নে ৪শত, ৩নং কবাখালী ইউনিয়নে ৪শত, ৪নং দীঘিনালা ইউনিয়নে ৪শত এবং ৫নং বাবুছড়া ইউনিয়নে ৪শত হতদরিদ্র পরিবারের মাঝে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং পরবর্তী মার্চ এবং এপ্রিল মাসে দশ টাকা দরে ত্রিশ কেজি হারে পরিবার প্রতি বিতরণ করা হবে।

একই সাথে উপজেলার মেরুং ইউনিয়ন বাদে বোয়ালখালী, কবাখালী, দীঘিনালা এবং বাবুছড়া ইউনিয়নে এ চাল বিতরণ কার্যক্রম উদ্ধোধন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন