থানছিতে আন্তর্জাতিক মে দিবস পালিত

IMG_4934 copy

থানছি প্রতিনিধি:

এই প্রথমবারের মতে বান্দরবানে থানছিতে আন্তর্জাতিক মে দিবস পালিত হলো। দিবসটি উপলক্ষে রোববার সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও সরকারি কর্মচারী ক্লাবের যৌথ উদ্যোগের বিভিন্ন ব্যানার ও লিফলেট নিয়ে থানছি বাজার ও উপজেলা জনগুরুত্বপূর্ণ স্থানের এক বর্ণাঢ্য র‌্যালি প্রদক্ষিণ করেন। র‌্যালি শেষে উপজেলা অডিটরিয়ান হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা সভাপতিত্ব করেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি সভাপতি সেলিম রেজার। সভায় উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা প্রধান অতিথি, উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা, অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি মানবাদী মংবোওয়াংচিং মারমা, সরকারি কর্মচারী ক্লাবের সভাপতি মোহাম্মদ ইমরান হোসাইন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের ৩টি টাইম স্কেল দিতে হবে। বান্দরবানে থানছি বাস স্টেশনের ৩নম্বার স্থানে একটি পাবলিক শৌচানাগার ও বিশ্রামাগার নির্মানের দাবি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন