তবলছড়ি গ্রীণহিল কলেজে পাশে হার শতকরা ৬৫.৩০

18.08.2016-Tabalchari GreenHill College pic

নিজস্ব প্রতিবেদক:

মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ধ্বস নামলেও তুলানমুলক ভালো ফলাফল করেছে মাটিরাঙ্গার উত্তরাঞ্চলের একমাত্র কলেজ হিসেবে পরিচিত তবলছড়ি গ্রীণহিল কলেজ। ২০১৬ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া ২‘শ ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১‘শ ৬০ জন। এ কলেজে গড় পাশের হার ৬৫.৩০ শতাংশ।

বিজ্ঞান বিভাগ বিহীন তবলছড়ি গ্রীণহিল কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে মানবিক বিভাগে ১‘শ ৫৯ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৫ জন। এ বিভাগে পাশের হার ৫৯.৭৪ শতাংশ। ব্যাবসায় শিক্ষা বিভাগের ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৫ জন পরীক্ষার্থী। এ বিভাগে পাশের হার ৭৫.৫৮ শতাংশ।

প্রথম বারের মতো নিজেদের কলেজের হয়ে অংশ নেয়া পরীক্ষার ফলাফলে উচ্ছাস প্রকাশ করে তবলছড়ি গ্রীণহিল কলেজ গভর্নিং বডির সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক বলেন, এ ফলাফলে আমরা সবাই গর্বিত। তবে আরো ভালো ফলাফল করা উচিত ছিল মন্তব্য করে তিনি বলেন, তবলছড়ি গ্রীণহিল কলেজকে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করা আমাদেও সকলের চ্যালেঞ্জ। তিনি এ ফলাফলের জন্য কলেজের শিক্ষকসহ শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন