টেকনাফ ১৮ মিয়ানমার নাগরিককে পুশব্যাক

 

উপজেলা প্রতিনিধি, টেকনাফ :

টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে নারী-শিশুসহ ১৮ মিয়ানমার রোহিঙ্গাকে আটকের পর স্বদেশে ফেরত পাঠিয়েছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সকালে হোয়াইক্যং চেকপোষ্টে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালিয়ে ৭ জন রোহিঙ্গাকে আটক করে জওয়ানরা।

অপরদিকে উনচিপ্রাং বিওপি ফাঁড়ীর জওয়ানরা সীমান্তে অনুপ্রবেশকালে অপর ৭ জন রোহিঙ্গাকে আটক করে। এছাড়া মঙ্গলবার রাতে দমদমিয়া বিওপি ফাঁড়ীর জওয়ানরা আরো ৪ রোহিঙ্গাকে নাফ নদী থেকে আটক করে। পর আটককৃতদের স্ব-স্ব সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন