টেকনাফে ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফ সীমান্তে ২০ কোটি ৭৩ লাখ ৩১ হাজার টাকা মূল্যের ৬ লাখ ৯১ হাজার ১০৪ পিচ ইয়াবার চালানসহ পাচারকাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো: আবুজার আল জাহিদ জানান, গোপনে বিজিবি খবর পায় যে, কয়েকজন পাচারকারী নৌকা দিয়ে নাফ নদী অতিক্রম করে ইয়াবার একটি বড় চালান দেশের অভ্যন্তরে নিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে আগে থেকে রবিবার ভোর ৪টায় তার নেতৃ্ত্বে টেকনাফ বিওপি ফাঁড়ির জওয়ানরা সাবরাং নাফ নদীর মোহনার ‘আলু’ এলাকায় অবস্থান নেয় বিজিবি। এদিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবার চালানটি নৌকায় ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তা জব্দ করে। উদ্ধারকৃত ৬ লাখ ৯১ হাজার ১০৪ হাজার পিচ ইয়াবার মূল্য ২০ কোটি ৭৩ লাখ ৩১ হাজার টাকা। যা টেকনাফ বিজিবি’র ইতিহাসে উদ্ধারকৃত সর্ববৃহৎ চালান।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবাগুলি বর্তমানে বিজিবি ২ ব্যাটালিয়ন সদর দফতরে রাখা হয়েছে এবং যা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন