Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

টেকনাফে সোলার বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

unnamed copy

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফের সোলার বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল। শুক্রবার ১১টায় প্রধানমন্ত্রীর মূখ্য সমন্বয়ক এসডিজি মো. আবুল কালাম আজাদ’র নেতৃত্বে প্রতিনিধিদলটি উপজেলার আলীখালীতে ২০মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলে ছিলেন, মূখ্য সম্বনয়ক ভূমি মন্ত্রণালয়ের সি. সচিব মেজবাউল আলম, বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান মনোয়ার হোসেন, বেজার চেয়ারম্যান প্রবন চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউচ, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইশতিয়াক আহমদ, অতিরিক্ত সচিব মো. হারুন অর রশিদ, মো. আইয়ুব।

উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আলী হোসেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্ণেল ফোরকান আহমদ, জুলস পাওয়ার’র এমডি নুহের লতিফ খাঁন, ইউএনও শফিউল আলম, ওসি মাইন উদ্দিন, ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার, টেকনাফ সোলার টেক এনার্জি লিমিটেডের এমডি মাহমুদুল হাসান, কনসালটেন্ট হেলাল উদ্দিন, জামাল হোছাইন মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিনিধি দলের প্রধান আবুল কালাম আজাদ বলেন, এ খাতে আরও ১ থেকে ২’শ প্রকল্প থেকে আমরা বিদ্যুৎ নিতে চাই। এ খাতকে আরও উৎসাহ দেওয়ার এজন্য মিরসরাই ও গাইবান্ধায় ১০০০একর জমিতে সোলার পার্ক করে দেওয়া হবে। বাংলাদেশে কৃষি জমি কমে যাচ্ছে। জমির অপচয় রোধে এ পার্ক করে দেওয়া হবে। এ পার্কে বিনিয়োগকারীরা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে সরকার।

পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি  বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ‘জুলস পাওয়ার’ লিমিটেডের কর্মকর্তা ও স্থানীয়দের সাথে কথা বলেন।

উল্লেখ্য, ১১৬একর জমির উপর পাওয়ার জুলস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান টেকনাফ সোলার টেক এনার্জি লি. ২০মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কাজ করছেন। প্রতিষ্ঠানটি চলতি সনের ৯ফেব্রুয়ারি পিডিবির সাথে ২০বছরের জন্য পাওয়ার সাপ্লাই চুক্তিতে আবদ্ধ হয়েছেন। যা ২০১৮সনের ফেব্রুয়ারি মাসে এ সোলার পার্ক থেকে ২০মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন