Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

টেকনাফে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে মতবিনিময় সভা

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের উদ্যোগে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতকর্তামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ইউপি চেয়ারম্যান নুর হোসনের সভাপতিত্বে ইউপি সচিব শেখ ফরিদুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) শফিউল আজম।

সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আবুল কালাম, নয়াপাড়া বিওপির সুবেদার আব্দুর রাজ্জাক, সাবরাং ইউনিয়ন কমিউিনিটি পুলিশিং সভাপতি মীর আহমদ, সাবেক মেম্বার সুলতান আহমদ।

উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান মো. শামসুল আলম, পরিষদের মেম্বার আকতার কামাল মোয়াজ্জেম হোসেন দানু, মো. জাফর, মো. শরিফ, মাহমুদুর রহমান, রেজাউল করিম রেজু, নুরুল আমিন, ফজলুল হক ও মহিলা মেম্বার আয়েশা বেগম, খতিজা বেগম, ছেনুয়ারা বেগমসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, নৌকার মাঝিমাল্লা এসময় উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি অপারেশন শফিউল আজম বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সকলকে একযোগে কাজ করতে হবে। কোন অবস্থাতে রোহিঙ্গাদের ঢুকতে সহযোগিতা করতে পারবেন না। কেউ রোহিঙ্গাদের সহযোগিতা করলে তাদেরকে মানবপাচারের সর্বোচ্চ আইনের আওতায় আনা হবে।

এছাড়াও নৌকা মালিকদেরকে মিয়ানমারে গিয়ে রোহিঙ্গা না আনতে সতর্ক করা হয়েছে। রোহিঙ্গা আনায়নের বিষয়ে কেউ জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এসব রোহিঙ্গারা এলাকায় অবস্থান করছে। তাদেরকে নির্ধারিত জায়গায় পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। কারো বাড়িতে পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন