টেকনাফে বিশ্ব জলাভূমি দিবস পালিত

teknaf pic (j) 15-02-2017 copy

টেকনাফ প্রতিনিধি:

“দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য জলাভূমি” এ প্রতিপাদ্য শ্লোগানে টেকনাফে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলমের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, টেকনাফ সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের প্রভাবশালী সদস্য শফিক মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক সরওয়ার আলম, ক্রেল প্রকল্পের টেকনিক্যাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুহুল মোহাইমেন চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম কুতুবী।

সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্রেল প্রকল্প কক্সবাজার রিজিওন গ্র্যান্টস কর্মকর্তা মো. হেলাল উদ্দিন। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্রেলের প্রকল্পের সাইট অফিসার খান মুহা. মুজাহীদ ইবনে হাবীব।

অনুষ্ঠানে ক্রেল প্রকল্পের ভিলেজ কনজারভেশন গ্রুপ, ভিলেজ কনজারভেশন ফোরাম, যৌথ বন পাহারা দল, সাংবাদিক, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন