টেকনাফে বিজিবি দিবস উদযাপিত

বিজিবি লোগো

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি দিবস উদযাপিত হয়েছে। শনিবার পতাকা উত্তোলন এবং বিশেষ দরবার ও অফিস চত্ত্বরে প্রীতিভোজের আয়োজন করা হয়। গত ১ জুলাই ২০০২ তারিখে খুলনায় আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে এই ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর হতেই এ ব্যাটালিয়নের সদস্যবৃন্দ প্রথমে খুলনায় সন্ত্রাস দমন অভিযান “অপারেশন স্পাইডার ওয়েব”, অভ্যন্তরীণ নিরাপত্তা কর্তব্যে দায়িত্ব পালন এবং চোরাচালান প্রতিরোধে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে।

পরবর্তীতে অত্র ব্যাটালিয়ন গত ১১ মার্চ ২০০৮ ইং তারিখে টেকনাফে আগমন করে। ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন টেকনাফ সীমান্তে দায়িত্ব পালনকালীন ৮৫,২৭,৯০,৭০৫ টাকা মূল্যমানের চোরাচালানী মালামাল (মাদকদ্রব্যসহ) আটক করে। এতে মামলার সংখ্যা ১,৭০১ টি, ধৃত আসামী ২৪৫ জন, পলাতক আসামী ৮২ জন।

গত এক বৎসরে দেশীয় তৈরী হাতিয়ার-১৩টি, তাঁজা কার্তুজ ১৮টি, ইয়াবা ট্যাবলেট ২২,৯৪,৭৮৫ পিস, চোলাইমদ ৪২,৮৮১ বোতল, ফেন্সিডিল ২৭২ বোতল, খোলা মদ ১,২৯৬ লিটার, গাঁজা ৪৯.৩৭ কেজি, ১৩,৭৬,১৮,২০৫ টাকার থান কাপড়, পলিথিন ব্যাগ, সিগারেট, কারেন্ট জাল, ফাইল কাঠ,কাঠের নৌকা, জারিকেন, বিভিন্ন প্রকার ওষুধ, আলু, ময়দা, সুপারী, ডিজেল, ভোজ্য তেল, পিয়াজ, রসুন, ইউরিয়া সার, থান কাপড়, মোবাইল, গেঞ্জি, পানির ফিল্টার, চিনি, বার্মিজ চকলেট, কম্বল, কোমল পানীয়, প্লাস্টিক সেন্ডেল, বিভিন্ন প্রকার মালামাল ইত্যাদি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন