টেকনাফে প্রায় ৪০ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ৩৯ লাখ ৭৯ হাজার ৫শ টাকা মূল্যমানের ১৩ হাজার ২৬৫ পিছ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুজামান চৌধুরী জানান, সোমবার দিবাগত গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া মো. সৈয়দ আলমের গোয়ালঘরে ইয়াবা ট্যাবলেট লুকায়িত থাকতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরপাড়া বিওপিতে কর্মরত হাবিলদার মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহলদল সৈয়দ আলমের বসতবাড়িতে গমন পূর্বক স্থানীয় বেসামরিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে গোয়ালঘরে তল্লাশী অভিযান পরিচালনা করে।

তল্লাশীর এক পর্যায়ে কিছুক্ষণ পর টহলদল গোয়ালঘরের একপার্শ্বে সামান্য মাটি খুড়া অবস্থায় পলিথিন দেখতে পায়। এসময় গোয়ালঘরের মাটি অন্যত্র সরানোর পর পলিথিনে মোড়ানো ইয়াবা ভর্তি একটি প্যাকেট পাওয়া যায়।

পরে ঘটনাস্থলে উপস্থিত বেসামরিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে ওই প্যাকেট খুলে গণনা করে ৩৯ লাখ ৭৯ হাজার ৫শ টাকা মূল্যমানের ১৩ হাজার ২৬৫ পিছ ইয়াবা ট্যাবলেট এবং ওই গোয়ালঘরের মালিক মো. সৈয়দ আলমকে আটক করতে সক্ষম হয়।

আটক যুবক টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার আব্দুল গণির ছেলে। নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে আটক আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করে ইয়াবা ট্যাবলেটসহ ধৃত আসামিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন