টেকনাফে অপহৃত জেডিসি পরীক্ষার্থী দু’দিন পর উদ্ধার

teknaf-pic-a-09-11-16-copy

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকা থেকে অপহৃত জেডিসি পরীক্ষার্থী রেশমীকে দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

জানা যায়, অপহৃত রেশমী নাসরিন হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা থেকে এবারের জেডিসি পরীক্ষার্থী ও হ্নীলার কামাল হোসাইনের মেয়ে। সোমবার দুপুর দেড়টায় উপজেলার একমাত্র জেডিসি পরীক্ষা কেন্দ্র হ্নীলা রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা জেডিসি কেন্দ্রে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। অটোরিক্সাযোগে আলীখালী রাস্তার মাথায় পৌঁছলে রঙ্গিখালী লামার পাড়ার নুর আহমদ প্রকাশ আই মেম্বারের পুত্র হেলাল উদ্দিন, জাহেদ হোছনের পুত্র রিয়াজ উদ্দিন, রশিদ আহমদের পুত্র লুৎফুর রহমানসহ ৫-৬জন অটোরিক্সার গতিরোধ করে লেদার মৃত কামাল হোছনের মেয়ে, হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্রী রেশমী নাসরিনকে অপহরণ করলে শোরগোল শুরু হয়। অটোরিক্সা চালক আনোয়ার সাহসিকতার পরিচয় দিয়ে লুৎফুর রহমান নামে অপহরণকারীদের একজনকে আটকে রাখে। পরে উপস্থিত লোকজনের সহায়তায় ধৃত লুৎফুর রহমানকে থানা পুলিশে হস্তান্তর করা হয়।

এরপর অপহৃতের ভাই মো: ইসলাম বাদী হয়ে অপহরণকারী হেলালসহ ৭ জনকে আসামী করে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এরই সূত্র ধরে টেকনাফ থানার এএসআই মাসুদ মুন্সী  নেতৃত্বে এক অভিযান চালিয়ে অপহরণকারীর পিতা নুর আহমদকে আটক করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ী এলাকা থেকে স্থানীয় কোস্টগার্ডের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ, উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন