জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ড পেকুয়া উপজেলার নির্বাচন অনুষ্ঠিত

unnamed copy

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া ৪নং ওয়ার্ড পেকুয়া উপজেলার নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে ভোটগ্রহণ হয়। উপজেলা পরিষদে ভোট চলাকালে পুলিশ, ব্যাটেলিয়ান, আনসারকর্তৃক কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ২টায় ভোট গ্রহণ শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মাহাবুবুল করিম ফলাফল ঘোষণা করেন। ফলাফলে উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম টিউবওয়েল প্রতীক নিয়ে ৫৮ ভোট, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আ’লীগের সাবেক প্রচার সম্পাদক আবু হেনা মোস্তাফা কামাল ঘুড়ি প্রতীক নিয়ে ১৩ ভোট, উপজেলা আ’লীগের প্রয়াত সভাপতি মরহুম আকম সাহাব উদ্দিন ফরায়েজীর পুত্র হাফেজ মেহেদী হাসান ফরায়েজী সিএনজি অটোট্যাক্সি প্রতীক নিয়ে ৩ ভোট, পেকুয়া সমবায় ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী মুন্সী তারেক ছিদ্দিকী তালা প্রতীক নিয়ে ৩ ভোট, রাজাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি রিয়াজ খান রাজু পাখা প্রতীক নিয়ে ১ ভোট, এটিএম জায়েদ মোর্শেদ হাতি প্রতীক নিয়ে ০ ভোট পেয়েছেন।

এতে জেলা পরিষদের ৪নং ওয়ার্ড পেকুয়া উপজেলার সদস্য হিসাবে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে। তাহার প্রাপ্ত ভোট ৫৮। নির্বাচন অফিস সূত্রে জানায় উপজেলা পরিষদ, ৬টি ইউনিয়ন পরিষদ (পেকুয়া সদর, মগনামা, উজানটিয়া, রাজাখালী, টইটং, বারবাকিয়া) মোট ভোটার সংখ্যা ৮১জন এর মধ্যে উজানটিয়া ইউপির ৮ ইউপি সদস্য মারা যাওয়ায় সদস্য পদ শূন্য হয়। পরে ওই ওয়ার্ডে উপ নির্বাচন দিলেও নবনির্বাচিত ইউপি সদস্য জেলা পরিষদ নির্বাচনে ভোটার হয়নি এবং টইটং ইউপির ৬নং ওয়ার্ডে নির্বাচিত সদস্যকে বিভিন্ন আইনী জটিলতায় শপথ না করানোর কারণে ওই ওয়ার্ড শূন্য হয়ে যায়। এখনো উপ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

অপর দিকে রাজাখালী ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা ছৈয়দ নুরকে অস্ত্র মামলায় র‌্যাব আটক করে। বিভিন্ন কারণে ৩জন জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। ফলাফল ঘোষনা করার পরপরই জাহাঙ্গীর আলমের সমর্থকরা উপজেলা গেইট থেকে বিজয় মিছিল করে। নির্বাচন চলাকালে কেন্দ্রে উপস্থিত ছিলেন পেকুয়া থানার ওসি জহিরুল ইসলাম খানসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবউল করিম জানান সর্বোচ্চ ভোট পেয়ে উপজেলা যুবলীগের সভাপতি ও টিউবওয়েল প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন