Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

জেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারে মনোনয়পত্র জমা দিলেন এএইচ সালাহ উদ্দীন

cox-salahuddin-mahmud-pic-copy

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোয়নপত্র জমা দিয়েছেন কক্সবাজার জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এএইচ সালাহউদ্দিন মাহমুদ। বুধবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেনের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় সাথে ছিলেন অধ্যাপক ডা. এনামুল হক চৌধুরী, নাসির উদ্দিন, নুরুল ইসলাম, (বাবুল), ডা. মাশুক উদ্দিন আহমদ, মাস্টার আবদুল হক প্রমূখ।

মনোনয়নপত্র জমা শেষে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের উদ্দেশ্যে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন, সরকার জেলা পরিষদকে আরো শক্তিশালী করতে নির্বাচনের আয়োজন করেছে। এ নির্বাচনকে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল করতে হবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।  আগামী ২৮ ডিসেম্বর কক্সবাজার জেলা পরিষদের নির্বাচন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এএইচ সালাহউদ্দিন মাহমুদ। তিনি সরকারের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি’র কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য।

উল্লেখ্য, ১৯৮৮ সালে উপ-মন্ত্রীর পদমর্যাদায় কক্সবাজার জেলা পরিষদের প্রথম জেলা চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন তিনি। জীবনের শেষ সময়ে আরেকবার জেলা পরিষদে চেয়ারম্যান পদে বসতে পারলে মানবসেবা, সমাজ সংস্কার, শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এএইচ সালাহউদ্দিন মাহমুদ। তিনি আরও জানান, কথা, কাজ ও সততার মধ্য দিয়ে দেশ মাতৃকার কল্যাণে নিজেকে নিবেদিত করতে চান এই বীর মুক্তিযোদ্ধা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন