জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা চকরিয়া থানার উপপরিদর্শক অপু বড়ুয়া

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজার জেলা পুলিশ প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভা অনুষ্ঠানে বেস্টওয়ারেন্ট তামিল (কার্যকর) অফিসার হিসেবে কক্সবাজার জেলায় ৪ বারের মতো শ্রেষ্ঠ পুলিশ অফিসারের সম্মাননা পেয়েছেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) অপু বড়ুয়া।

৯আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে কক্সবাজার জেলা পুলিশের মাসিক মূল্যায়ন (কল্যাণ) সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার জেলা পুলিশ সুপার ড.এ.কেএম ইকবাল হোসেন চকরিয়া থানার এস আই অপু বড়ুয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুলসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, জেলার আওতাধীন বিভিন্ন থানার অফিসার ইনচার্জ(ওসি) ও বিভিন্ন পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি ইতিপূর্বে জেলা পুলিশের মাসিক মূল্যয়ন সভায় আরও তিনবার ওয়ারেন্ট তামিল অফিসার হিসেবে কক্সবাজারের শ্রেষ্ঠ সম্মাননা অর্জন করেছিলেন।

এক বিশেষ সাক্ষাৎকারে এসআই অপু বড়ুয়া বলেন, তার সম্মাননা অর্জনে জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশের সুনাম রক্ষা ও আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এদিকে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, কাজের স্বীকৃতিস্বরূপ থানার উপপরিদর্শক অপু বড়ুয়া ওয়ারেন্ট তামিল (কার্যকর) অফিসার হিসেবে ৪ বারের মতো ওই সম্মাননা পেয়েছেন। একজন পুলিশ কর্মকর্তার এ সম্মাননা অর্জনের ফলে পুলিশ বিভাগের অন্যান্য অফিসারদের মধ্যে কাজের আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলেও তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন