জালিয়াপালং আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালিত

উখিয়া প্রতিনিধি:

উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করেছে। জালিয়াপালং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এসএম ছৈয়দ আলম।

প্রধান অতিথি ছিলেন, উখিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল আমিন চৌধুরী রাসেলের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার এখলাচুর রহমান, উখিয়া আওয়ামী লীগের অর্থ-সম্পাদক নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য রশিদ আহমদ, শহিদুল্লাহ কায়সার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, মোস্তাক আহমদ, মুসলেম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য দেশ পরিচালনায় বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হতে যাচ্ছে। আজকের এ শোকাবহ দিনে জাতির জনককে শ্রদ্ধা ভরে বাংলার মানুষ স্মরণ করছে।

এসময় ইউনিয়ন পরিষদের মেম্বার, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে প্রায় ৩ হাজার মানুষের মাঝে কাঙ্গালীভোজ পরিবেশন করা হয়। এর আগে খতমে কোরআন, মিলাদ মাহ্ফিল, কাল ব্যাচধারণ ও পতাকা উত্তোলন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন