জাতীয় মানবাধিকার চেয়ারম্যান রোহিঙ্গা শরণার্থী পরিদর্শন করছেন

DSC_0082 copy

কক্সবাজার প্রতিনিধি:

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন একাত্তরে বাংলাদেশীদের উপর পাকিস্তানি নির্যাতনকেও হার মানায়।

তিনি বলেন, এ ধরনের মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বাংলাদেশকে বিশ্বজনমত গড়ে তুলতে হবে।

শনিবার সকালে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ঠেঙ্গাচর স্থানান্তরের আগে সেই জায়গাটি মানুষের বসবাসের উপযোগি করতে হবে নয়তো রোগিঙ্গারা আরেক মানবিক বিপর্যয়ের মুখোমুখি হবে।

রোহিঙ্গাদের উপর এ অত্যাচারকে গণহত্যার সামিল বলেছেন, জাতীয় মানবাধিকার কমিশনের আরেক সদস্য। তিনি সকাল ১০টায় কুতুপালংরোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় সেখানে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাথে তাদের উপর নির্যাতনের বর্ণনা শোনেন কমিশনের চেয়ারম্যান।

এরপর পরিদর্শন করেন একটি স্বাস্থ্য ক্লিনিকে। তাছাড়া তিনি পরিদর্শন করেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প।  এসময় তার সাথে ছিলেন ইউএনডিপি, আইওএম, ইউএনসিআর সহ কয়েকটি আন্তর্জাতিক বেসরকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন