জাতীয় উন্নয়ন মেলা সফল করতে রাঙামাটিতে সভা

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

দেশের প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় উন্নয়ন মেলা সফল করার লক্ষ্যে রাঙামাটিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় সিভিল সার্জন ডা: শহীদ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মামুন বলেন, বর্তমান সরকার উন্নয়নের ১০বছর অতিক্রম করছে। এ ১০ বছরে সরকার কি উন্নয়ন করেছে তা নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার জন্য সারা দেশব্যাপী আগামী ৪ অক্টোবর থেকে উন্নয়ন মেলার আয়োজন করতে যাচ্ছে সরকার।

সরকারের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় রাঙামাটি জেলা প্রশাসনও উন্নয়ন মেলা আয়োজন করবে এবং সে মেলা সফল করতে উপস্থিত স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন