জাতির সূর্য সন্তানদের কৃতজ্ঞচিত্তে স্বরণ করতে হবে- ব্রি. জে. সাজেদুল ইসলাম

গুইমারা প্রতিনিধি:

গুইমরা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একে এম সাজেদুল ইসলাম বলেছেন, মুক্তি যোদ্ধারা জাতির সূর্য সন্তান। তাদের অবদানকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। জাতির সূর্য সন্তানদের কৃতজ্ঞচিত্তে স্বরণ করতে হবে। তাই সকলেরই উচিৎ সবসময়ে দেশের গর্বিত এই সন্তানদের পাশে থাকা।

বিজয়ের ৪৭বছর পূর্তিতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪আর্টিলারী ব্রিগেড, গুইমারা রিজিয়ন

রবিবার(১৬ ডিসেম্বর)বিজয় দিবসে দুপুরে রিজিয়ন সদর দপ্তরের শহীদ লে. মুশফিক হলে আয়োজিত গুইমারা উপজেলার মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রিজিয়নের বিএম মেজর ফাহিম মোনায়েম হোসেন, জি-টুআই  মেজর মো. মঈনুল আলম, গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ-সহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যবৃন্দ,সাংবাদিক ও পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে গুইমারা উপজেলাধীন সকল মুক্তিযোদ্ধাদের মাঝে প্রীতি উপহার ও শীতবস্ত্র তুলে দেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন