জনগণের সেবা ও শান্তি সুরক্ষা বিজিবির প্রধান দায়িত্ব: লে. কর্নেল হাবিবুর

থানচি প্রতিনিধি:

৩৮ বিজিবি ব্যাটালিয়ান বলিপাড়া জোনাল কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ হাবিবুর হাসান পিএসসি বলেন, মানুষের সেবার মাধ্যমে শান্তি সুরক্ষা ও আইন শৃংঙ্খলা রক্ষা করা এবং জনগণের জানমালের রক্ষা করাই বিজিবির দায়িত্ব ও কর্তব্য।

তিনি বলেন, এলাকার আইন শৃঙ্খলা রক্ষাকরণে বিজিবি সর্বদা বাংলাদেশ সরকারের অর্পিত দায়িত্ব পালনে অঙ্গিকারবদ্ধ।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে মঙ্গলবার  দিনব্যাপী ৩৮ বিজিবি ব্যাটালিয়ান বলিপাড়া জোনের আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি একথা বলেন। এসময় দরবারে কেক কেটে প্রতিষ্ঠার বার্ষিকী পালন করেন।

৩৮ ব্যাটালিয়ানের  অধিনায়ক জোন কমান্ডার লে. কর্নেল হাবিবুল হাসান (পিএসসি)এর সভাপতিত্বে অনুষ্ঠানের  উপস্থিত ছিলেন, ব্যাটালিয়ানে উপ-অধিনায়ক মেজর মো. জাহাঙ্গীর  আলম, এছাড়াও উপজেলা চেয়ারম্যান ক্যাহ্লাচিং মার্মা, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক (মৃদুল) বান্দরবান জেলা সদস্য থোয়াইহ্লামং মার্মা , থানা অফিসার ইনচার্জ আব্দুস সাত্তার ভুইয়া , সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো, প্রেসক্লাবের সভাপতি মংবোয়াচিং মার্মা (অনুপম), সম্পাদক লেখক শহিদুল ইসলাম ,রোটারিয়ান আনিসুর রাহমান (সুজন) বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়া অং মার্মা, মংপ্রুঅং মারমা, বলিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আব্দুল গণি, জসিম উদ্দিনসহ হেডম্যান, কারবারী, গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

দরবার শেষে দুপুরে মাধ্যহ্ন ভোজন ও সকল অতিথিদেরকে  বিজিবি লোগো সন্বলিত টি শার্ট উপহার দেয়া হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠার বার্ষিকী পালন শেষ হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন